জাতীয় শোক দিবসে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের পুষ্পস্তবক অর্পন
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৬, ৯:১৩ পূর্বাহ্ণ
লন্ডন অফিস :
স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার ১৫ আগস্টের প্রথম প্রহরে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে যুক্তরাজ্য কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক আজিজুস সামাদ ডন, জগন্নাথ পৌরসভার মেয়র হাজী আব্দুল মনাফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়েদ আহমদ ছাদ, সাধারণ সম্পাদক সানু মিয়া সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ।