সিলেটের ২ জন নিহত হওয়ায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১৫ আগস্ট ২০১৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
নিউ ইয়র্কস্থ কুইন্সের ওজনপার্কে সন্ত্রাসী হামলায় স্থানীয় মসজিদের ইমাম সহ সিলেটের ২জন নাগরিক নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্দ্যোগে জ্যাকসন হাইটস এর ডাইভার সিটি প্রাজায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
উক্ত প্রতিবাদ সভায় যুক্তরাস্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এর পরিচলনায় প্রতিবাদ অনুঠিত হয়। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুক্তরাস্ট্র আওয়ামী লীগ, যুক্তরাস্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাস্ট্র যুবলীগ. স্বেচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় ড. সিদ্দিকুর রহমান বলেন-ওজনপার্কে মসজিদের ইমাম ও তাঁর সহকারীকে অজ্ঞাতনামা বন্দুকধারী নির্মমভাবে হত্যা করেছে এ নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও দ্রুত হত্যাকারীকে ধরে শাস্তি দেয়ার দাবি জানাই। এর সাথে সাথে আমেরিকায় এধরণের ঘটনার যাতে পুণরাবৃত্তি না ঘটে সে ব্যবস্থা গ্রহণের জন্য নিঁউইয়ক সিটি প্রশাসন কে অনুরোধ করেন তিনি ।
উল্লেখ্য এই যে গত ১৩ আগস্ট শনিবার দুপুর দুইটার দিকে নিউ ইয়র্ক এর ওজোন পার্ক এলাকায় ৭৯ স্ট্রিট এবং লিবার্টি এভেন্যুয়ের সামনে মসজিদ আল ফুরকান এর ইমাম (আলাউদ্দিন আকুঞ্জী) ও তার সঙ্গী ৮৫ বছর বয়সী তারা মিয়াকে গুলি করে হত্যার হয়।