সুরমা নিউজ ডেস্ক :
ইতালির রোমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়ামাহফিল ও এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে এ অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীন রাজনীতিবিদ ভৈরব পৌরসভার মেয়র এ্যাডভোকেট মো. ফকরুল আলম আক্কাছ।
বিশেষ অতিথি ছিলেন ইতালি আ’লীগের সন্মানিত সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক হেনরী ডি কস্তা এবং সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও মাসুদ রানার পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, জসিম উদ্দিন, রউফ ফকির, সহ-সম্পাদক আতিয়ার রসুল কিটন, এমএ রব মিন্টু, সোয়েব দেওয়ান ও আবু তাহের।
এ সময় আরো বক্তব্য দেন সদস্য জসিম উদ্দিন, শেখ মামুন, জাহাঙ্গীর আলম, ফারুক ফরাজি, মাহবুবুর রহমান, এরফান হক, মজিবর রহমান মিয়া, রমজান রানা, ইয়াসমিন আক্তার রোজী, মঞ্জুর আহমেদ, মো.ইসহাক, মো. রতন ও গিয়াস উদ্দিন প্রমুখ।
সভায় ১৫ আগষ্টের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা ও শোককে শক্তিতে পরিণত করে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়। শোকসভায় দোয়া পরিচালনা করেন হাজী সুইট।
ইতালিতে স্বেচ্ছাসেবক লীগের শোক দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৯:২৭:৫৫,অপরাহ্ন ১৫ আগস্ট ২০১৬