ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৪:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলার সভাপতি সত্যেন্দ্র দেবের সভাপতিত্বে আয়োজিত এক সভায় ১১ সদস্যবিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহবায়ক করা হয়েছে সত্যেন্দ্র কুমার পালকে। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- ভাস্কর দত্ত, জয়ন্ত কুমার দেব, প্রতাপ তালুকদার, শংকর লাল বর্মণ, চয়ন দে, গোপাল দাস, মনোজ দাস, শশাংক কুমার পাল, নান্টু দেব, নিপেন্দ্র।
একইদিন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
১১ সদস্যবিশিষ্ট কমিটিতে আহবায়ক করা হয়েছে সত্যেন্দ্র কুমার দেবকে। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- চয়ন পাল, অশোক দেব, সমর বিজয় দেব, সঞ্জয় দেব, কৃপাময় দাস, সুব্রত দেব, শিবু দেব, অসিত সূত্রধর, ভূপেন্দ্র সূত্রধর, নিরঞ্জন সূত্রধর।
কমিটি গঠন উপলক্ষে শান্তি পদ চৌধুরীর পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদের সিলেট জেলা সভাপতি নিরঞ্জন কুমার দে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ধনঞ্জয় দাস ধনু, পিনাক পানি ভট্টাচার্য, বিজন ধর, ডি কে জয়ন্ত প্রমুখ।