ওসমানীনগরে জঙ্গি বিরোধী মানবন্ধন ও শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৪:৪১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে শেখ ফজিলাতুন্নেছা ফাজিল মাদ্রাসার পরিচালানা পরিষদ, শিক্ষক শিক্ষার্থীদের উদ্যোগে জঙ্গী বিরোধী মানববন্ধন ও জাতীয় শোক দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মাদ্রাসার সামনের রাস্তায় শিক্ষক-শিক্ষার্থী ও পরিচালনা কমিটির লোকজনসহ স্থানীয় জনতার উপস্থিতিতে মানববন্ধনটি সম্পন্ন হয়। পরবর্তীতে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাদ্রাসার হল রুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শায়েখুল ইসলাম এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা আহমদ আলী হেলালীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি মুফতি কামরুল ইসলাম, বুরুঙ্গা ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব গোলাম রছুল খালেক আহমদ লটই। বক্তব্য রাখেন, আনছার আহমদ সিদ্দিকী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য আক্তারুজ্জামান চৌধুরী, মাসুদ আহমদ চৌধুরী, বর্তমান সদস্য হামিদুল হক চৌধুরী,ইউপি সদস্য সুমন মিয়া, মাদ্রসার শিক্ষক মাওলানা ওয়ারিছ উদ্দিন আল মামুন, মুজিবুর রহমান, মসুদ মিয়া, রহমত আলী, সুহেল আহমদ, মেরাজুল হক প্রমুখ। সভা শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে একটি ফলজ গাছ রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন করেন প্রধান অতিথি।