নিউইয়র্কে গুলিতে নিহত দু’জনের বাড়ি সিলেট বিভাগে
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৬, ৮:০৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের কুইন্স পার্কে নিহত দু’জনের বাড়ি সিলেট বিভাগে। নিহতদের মধ্যে মাওলানা আলাউদ্দিন আকনজির বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। তিনি পাঁচ বছর আগে ইমিগ্র্যান্ট হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।
জানা যায়, তিন সন্তানের জনক তিনি। এদের মধ্যে বড় ছেলের বিয়ে উপলক্ষে আগামী সপ্তাহে তার দেশে যাওয়ার কথা ছিল। নিহত অপর ব্যক্তির নাম তেরাউদ্দিন। তিনি মাওলানা আলাউদ্দিন আকনজির পাশের বাসাতেই থাকতেন।
জানা যায়, তেরাউদ্দিনের বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা গ্রামে। তবে সেখানে পরিবারের আর কেউ থাকেন না। তার এক আত্মীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, সাড়ে চার বছর আগে নিউ ইয়র্কে যান থেরাউদ্দিন। তার ছেলেমেয়ে, ভাইবোনসহ পরিবারের সবাই সেখানেই থাকেন।
শনিবার (১৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টা ৫০ মিনিটে কুইন্সের ওজনপার্কে ‘আল ফোরকান জামে মসজিদের কাছে এই দুজনকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।
নিউ ইয়র্ক ডেইলি নিউজ প্রত্যক্ষদর্শী এবং পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, এক বন্দুকধারী ইমাম আকুঞ্জি ও তার সহকারী তারা উদ্দিনকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়।ঘটনার পরপরই মসজিদের লোকজন ছুটে আসে। তাদের দাবি, ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের ওপর এ হামলা হয়েছে। হামলাকারীকে এখনো আটক করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম (৩৩) বলেন, ‘এতো আমেরিকার মতো নয়। আমরা এর জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছি… তিনি এবং তার নাটকীয়তা ইসলামভীতি ছড়িয়েছে।’
তবে পুলিশ দাবি করেছে, এ ঘটনার সঙ্গে তারা এখনো ‘ঘৃণামূলক অপরাধের’ যোগসূত্র পায়নি। তা ছাড়া হত্যার উদ্দেশ্যও তাদের কাছে পরিষ্কার নয়। তবে স্থানীয়রা এ হত্যাকাণ্ডের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করে এবং দাবি করে, এটি ঘৃণামূলক হামলা।
ইমাম আকুঞ্জির ভাতিজি রাহি মাজিদ বলেন, তারা চাচা অত্যন্ত নিরীহ মানুষ ছিলেন। ‘তিনি কখনো একটা মাছিকেও আঘাত করেননি।’