শোক দিবস উপলক্ষে লন্ডন মহানগর ছাত্রলীগের আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৯:৪২ অপরাহ্ণ
লন্ডন অফিস :
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লন্ডন মহানগর ছাত্রলীগ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লন্ডনের মাইল এন্ড রোডের ব্লু মুন মিডিয়া সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লন্ডন মহানগর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক এমপি।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান আলহাজ্ব শামসুদ্দিন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক উদ্দিন আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি এম এ রহিম সিআইপি, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রঞ্জিত সরকার, লন্ডন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ এহসান, শফিকুর রহমান, সহ প্রচার সম্পাদক দীপঙ্কর তালুকদার, মহিলা আওয়ামী লীগের সহ সভানেত্রী হোসনেয়ারা মতিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার লিপি, যুক্তরাজ্য আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, সাংস্কৃতি সম্পাদক মহসিন তালুকদার,শ্রমিক লীগের সদস্য সচিব ইকবাল হুসেন, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল হোসেন সুমন, রিপন চৌধুরী, আলী আকবর চৌধুরী, শাহীন তাপাদার, কাজী জাবের, আনোয়ার খান, কর্মজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছির, যুক্তরাজ্য প্রজন্মলীগের সাধারণ সম্পাদক খালেদ আহমদ জয়, মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজিয়া সুলতানা স্নিগ্ধা, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, সহ সভাপতি ফয়সল হুসেন, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ সভাপতি শহিদুল ইসলাম, আব্দুল হাফিজ কানু, সুয়েব আহমদ, জিয়াউর রহমান, নুরুল আমিন, কামরুল হাসান রাসেল, আবু রায়হান মোহাম্মদ শাকিল, যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, সংগঠনিক সম্পাদক কামরুল হাসান তুষার, প্রচার সম্পাদক আবুল ফয়েজ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্বাস তাওহীদ চমক, লন্ডন মহানগর ছাত্রলীগের সহ সভাপতি আনা মিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মেহেদী হাসান সোহাগ, তথ্য ও গবেষণা সম্পাদক সাইমম ইসলাম, সদস্য সুমন আহমদ,মোঃ নুরুদ্দিন ইসলাম বাঁধন, মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ।