ইতালীতে বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ ট্রাস্টের আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৭:০৩ অপরাহ্ণ
সুরমা নিউজ:
দীর্ঘ প্রতিক্ষার পর ইতালীর পালেরমোতে ‘বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট’ আত্মপ্রকাশ করেছে। নানা জটিলতায় প্রায় দুই বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই ট্রাস্টের কার্যকরী কমিটি গঠন হতে বিলম্ব হয়। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হলে সর্বসম্মতিক্রমে হেলাল বখত সভাপতি, আতিকুর রহমান সাধারন সম্পাদক ও আব্দুল খালিক ট্রেজারার নির্বাচিত হন। আগামী কিছুদিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে বালাগঞ্জ-ওসমানীনগরের প্রবাসীসহ পালেরমোর বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কমিটির নব-নির্বাচিত সভাপতি হেলাল বখত ও সাধারন সম্পাদক আতিকুর রহমান তাদের নির্বাচিত করায় সংগঠনের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট’ বাংলাদেশসহ পালেরমোর বাংলাদেশী কমিনিউটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখবে। এই কল্যাণ ট্রাস্ট যেন সেবার মাধ্যমে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারে সে জন্য কমিটির সকল সদস্যদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান তিনি। উল্লেখ্য, পালেরমোতে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক সংগঠন আছে। তবে ‘বালাগঞ্জ-ওসমানীনগর প্রবাসী কল্যাণ ট্রাস্ট’ পালেরমোতে প্রথম কোন কল্যাণ ট্রাস্ট হিসেবে আত্মপ্রকাশ করলো।