বেলজিয়াম বিএনপির শোক প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৫:৪০ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, রাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেলজিয়াম শাখা বিএনপির সাবেক সহ-সভাপতি আহমদ সাজা এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফজলুর রহমান পটল ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ইন্তেকাল করেন। মৃতুকালে তিনি দুই পুত্র দুই কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। প্রেস বিজ্ঞপ্তি