আজ শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লীগ
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ১:১১ পূর্বাহ্ণ
আজ শুরু হচ্ছে দুনিয়া সেরা ইংলিশ প্রিমিয়ার লীগ। আন্তর্জাতিক ফুটবলে ইংলিশদের কোন সাফল্যে না থাকলেও ঘরোয়া ফুটবল আয়োজনে তারাই এখন দুনিয়া সেরা। মাঠ, দর্শক আর টাকার ছড়াছড়ি প্রিমিয়ার লীগকে দিয়েছে দুনিয়া সেরার মর্যাদা। বর্তমান সময়ের সেরা দুই ফুটবলার মেসি রোনালদো ছাড়া আর সবাই আছেন এই লীগে । আছেন মাঠের কৌশল ঠিক করে দিতে বর্তমান সময়ের আলোচিত সব ম্যানেজাররা। গার্দিওলা, মরিনহো, ক্লোপ,কন্তে, ওয়েঙ্গার, রেনেইরি, পচেত্তিনোদের মতো কোচ এবার প্রিমিয়ার লীগের ক্লাবগুলোর দখলে । মাঠের লড়াইয়ের পাশাপাশি ডাগ আউটে তাদের লড়াই যে এবারের লীগের প্রধান আকর্ষন তা সহজে অনুমেয়। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ান লেস্টার সিটি। তারা মুখোমুখি হবে নতুন উঠে আসা হাল সিটির। বার্সেলোনা ও বায়ার্নের সাবেক কোচ গার্দিওলার মানচেষ্টার সিটি মুখোমুখি হবে ডেভিড ময়েসের স্যান্ডারল্যান্ডের। মাঠে নামছে গত আসরের রানার্স আপ টটেনহ্যাম ও তারা মুখোমুখি হবে এভারটনের। এছাড়া বার্নলি বনাম সোয়ানসি, ক্রিস্টাল প্যালেস বনাম ওয়েস্টব্রম, মিডলসব্রো বনাম স্টক সিটি, সাউদাম্পটন বনাম উয়াটফোর্ড একে অপরের মুখোমুখি হবে।