সুরমা নিউজ ডেস্ক :
লেবাননের আইন অনুযায়ী ধার্যকৃত বেতন বাংলাদেশি কর্মীদের জন্য নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দেশটির শ্রমমন্ত্রী সিজান আজ্জি। শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার লেবাননের শ্রম মন্ত্রণালয়ের সভা কক্ষে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই আশ্বাস দেন।
বৈঠকে লেবাননের শ্রমমন্ত্রী সিজান আজ্জি বলেন, বাংলাদেশি কর্মীরা এখানে দক্ষতার সঙ্গে কাজ করছে। লেবাননের জনগণ বাংলাদেশি কর্মীদের পছন্দ করে, কেননা বাংলাদেশি কর্মীরা অনেক আন্তরিক।
বাংলাদেশের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা উল্লেখ করে লেবাননের শ্রমমন্ত্রী আরো বলেন, উন্নয়নশীল দেশে হিসেবে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি বলেন, তাদের দেশের আইন অনুযায়ী ধার্যকৃত বেতন বাংলাদেশি কর্মীদের জন্য নিশ্চিত করা হবে। এতে করে প্রত্যেক কর্মীর বেতন উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পাবে। এ ছাড়া বাংলাদেশ থেকে নারী কর্মীর পাশাপাশি অধিক পুরুষ কর্মী নেওয়া হবে। বর্তমানে লেবাননে ১ লাখ ৪২ হাজারের বেশি বাংলাদেশি কর্মী নিয়োজিত রয়েছে।
বৈঠকে অভিবাসন ব্যয় কমানো, দ্রুত কর্মী প্রেরণ প্রক্রিয়া নিশ্চিতকরণ, মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বন্ধসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য উভয়পক্ষ সম্মত হয়। সরকারি পর্যায়ে কর্মী প্রেরণ করা যায় কি না তা নিয়েও সুবিধাজনক সময়ে উভয় দেশের প্রতিনিধিরা মিলিত হবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, বাংলাদেশি কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন, মেডিক্যাল পরীক্ষা, স্মার্টকার্ডসহ বিভিন্ন প্রক্রিয়ায় যাছাই বাছাই শেষে কর্মীদের বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশ থেকে নির্মাণখাত, চিকিৎসক, নার্স, ইঞ্জিনিয়ার, সেলসম্যানসহ বিভিন্নখাতে কর্মী নেওয়া এবং কর্মীদের বেতন বৃদ্ধির বিষয় বিবেচনার জন্য লেবাননের শ্রমমন্ত্রীকে অনুরোধ জানান।
বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব বেগম শামছুন নাহার, লেবাননস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার, অতিরিক্ত সচিব মো. আজাহারুল হক উপস্থিত ছিলেন।
লেবাননে বাংলাদেশি কর্মীদের বেতন বৃদ্ধির আশ্বাস
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ৮:০৭ অপরাহ্ণ