ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন ব্যবসায়ী মতিন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৬, ১২:১৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের আজীবন সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলার ইতিহাস সংরক্ষণ ও লেখক ফোরাম ওয়েলফেয়ার ট্রাস্ট’র জেনারেল সেক্রেটারী ও ব্যবসায়ী মতিন মিয়া চৌধুরী।
শুক্রবার বিকালে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, সহ-সাধারণ সম্পাদক শিপন আহমদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন আনা, সদস্য সিতু সূত্রধর, সহযোগী সদস্য কবির আহমদ, রনিক পাল।
সভার শুরুতেই ব্যবসায়ী মতিন চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী ফখরুল ইসলাম, শুভ দেব, সুমন আহমদ প্রমুখ।