সাকিবের স্ত্রী শিশিরের অজানা অনেক তথ্য
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৬:০৫ অপরাহ্ণ
স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের ভক্তের সংখ্যা দেশ-বিদেশ জুড়ে বিস্তৃত। সাকিব স্ত্রী শিশিরের ভক্তের সংখ্যাও কম নয়। বাংলাদেশের সেরা সুন্দরীদের মাঝে তিনিও একজন। তার কিছু জানা-অজানা নিয়ে আজ আলোচনা করা হল- ১. শিশিরের সাথে সাকিবের দেখা হয়েছে ২০১০ সালে। সাকিব প্রথমবারের মত কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে শিশিরকে পান। এরপর ২০১২ সালের ডিসেম্বরে তারা বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়। ২. সাকিবের স্ত্রী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি যুক্তরাষ্ট্রের মিনেসটা রাজ্যে বাস করতেন। শিশির যখন মাত্র ১০ বছর বয়সী ছিলেন তখন তার বাবা-মা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন এবং সপরিবারে সেখানে চলে যায়। ৩. গত বছর এই জুটি তাদের প্রথম কন্যা সন্তানকে স্বাগতম জানান। তার নাম রাখা হয় আলাইনা হোসেন অব্রি। ৪. ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ভারতে আবার খেলতে যাবেন সাকিব আল হাসান। তখন আবার শিশিরের দেখা মিলতে পারে। আইপিএলের পর থেকে ভারতে শিশিরের ভক্তের সংখ্যা বৃদ্ধি পায়।