চলে গেলেন টেস্ট ক্রিকেটে দীর্ঘতম ইনিংসের মালিক হানিফ মোহাম্মদ
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ৪:৩৭ অপরাহ্ণ
স্পোর্টস নিউজঃ টেস্ট ক্রিকেটে দীর্ঘতম ইনিংসের রেকর্ডের অধিকারী পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হানিফ মোহাম্মদ করাচির একটি হাসপাতালে মারা গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সর্বকালের সেরা একজন খেলোয়াড় হানিফ মোহাম্মদ ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ম্যাচ বাঁচানো সেই দীর্ঘ ইনিংস খেলেন, যেখানে তিনশো সাইত্রিশ রান তুলতে সময় নিয়েছিলেন ১৬ ঘন্টা । যা উপমহাদেশের বাইরে এখনো পর্যন্ত কোনও এশিয়ান ক্রিকেটারের সর্বোচ্চ স্কোর। ১৯৫৮ সালের সেই ইনিংসে তিনশো সাইত্রিশ রান তুলতে নিয়েছিলেন ১৬ ঘন্টা । ভারতে জন্ম নেয়া মোহাম্মদ হানিফ শিশু বয়সে পরিবারের সাথে পাকিস্তানের করাচিতে চলে আসেন। ১৯৫২ সালে সতেরো বছর বয়সে টেস্টে তার অভিষেক হয়। আর প্রথম ম্যাচটি খেলেন তার জন্মস্থান ভারতের বিপক্ষে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে মারা গেলেন হানিফ মোহাম্মদ। তবে তার মৃত্যুর খবরটি বুধবার প্রথমে কোনও কোনও মাধ্যমে প্রচারিত হওয়ার কয়েক মিনিট পরে জানা যায়, তিনি জীবিত আছেন। তবে এরও কয়েক ঘণ্টা পর তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণাটি আসে। ভারতের শচীন টেন্ডুলকারকে বর্তমানে লিটল মাস্টার বলা হলেও, হানিফ মোহাম্মদকেই মনে করা হয় ‘প্রকৃত লিটল মাস্টার’।