কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১৭ ও ১৮ আগস্ট
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৬, ১০:১০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
আসামিদের অনুপস্থিতির কারণে আবারো পিছিয়েছে সাবেক অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ।
বুধবার সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার নির্ধারিত তারিখ থাকলেও হাজির হননি এ মামলার কোন আসামি। যার কারণে সাক্ষীরা উপস্থিত থাকলেও আদালতের বিচারক মকবুল আহসান সাক্ষ্যগ্রহণ না করে আগামী ১৭ ও ১৮ আগস্ট সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য্য করেন।
সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান- সাক্ষী আজিজুর রহমান লেচু আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সকল আসামি হাজির না-হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।