ইলিয়াস পত্নী লুনাকে উপদেষ্টা করায় উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদল’র অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৬, ৬:১১ অপরাহ্ণ
নিখোঁজ বিএনপির নেতা এম. ইলিয়াস আলী’র সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিবাচিত করায় অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মদলের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন- বিএনপির নিবেদিতপ্রাণ সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী দলকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক এই নেতা সিলেট বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন নিজ হাতেই। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তার অনুপস্থিতে সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে উপদেষ্টা মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জ্ঞাপন কারীরা হলেন- ওসমানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহব্বায়ক ও ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আখতার হোসেন, যুগ্ম আহব্বায়ক ফখরুল ইসলাম, মাহমুদুল হাসান বাছিত, রুমেল আহমদ, কয়েছ আহমদ, খায়রুল ইসলাম, নারায়ণ চক্রবর্তী, সুজেল আহমদ, সুন্দর আলী, সুহেল আহমদ, রেজাউল ইসলাম, ছাদ্দির চৌধুরী, আলাল আহমদ।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, ইলিয়াসপত্নী তাহসিনা রুশদি লুনাকে খালেদা জিয়ার উপদেষ্টা করায় দলের নেতাকর্মী খুশি হলেও ইলিয়াস আলীকে কেন্দ্রীয় কমিটিতে না রাখায় হতাশ হয়েছেন নেতাকর্মীরা। আমাদের ধারণা ছিল আমাদের প্রিয় নেতাকে সাংগঠনিক সম্পাদক বা যুগ্ম মহাসচিব পদে রাখা না হলেও তাকে ভাইস চেয়ারম্যান করা হতে পারে। নেতাকর্মীদের ধারণা ছিল সিলেটের রাজনীতিকে চাঙ্গা রাখতে শেষ পর্যন্ত জননেতা ইলিয়াস আলীকে ভাইস চেয়ারম্যান হিসেবে রাখা হবে। কিন্তু তাঁকে দলের কোনো পদ দেয়া হয়নি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নেতা এম ইলিয়াস আলী এখনো জীবিত আছেন। তিনি সরকারের গুম নামক কারাগারে বন্দি রয়েছেন। শিগগিরই আমরা তাকে আমাদের মাঝে ফেরত পাবো। কিন্তু কমিটিতে তাঁকে না রাখা দু:খজনক। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। প্রেস বিজ্ঞপ্তি