ওসমানীনগরে জঙ্গিবাদ বিরোধী মানবন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৬, ৩:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ করেছে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার উপজেলার দয়ামীর বাজারে এ কর্মসূচী পালন করে তারা।
সেচ্ছাসেবকলীগ নেতা জাহির আহমদ মোহনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, দেশ যখন শিক্ষায়, খাদ্যে, বাসস্থান, চিকিৎসায় সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই ৭১ এর পরাজিত শত্রুরা ও বাংলার ঘষেটি বেগমরা ষড়যন্ত্র করে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে একের পর এক জঙ্গিবাদ সৃষ্টি করছে। জঙ্গিবাদ প্রতিহতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে সচেতনা বৃদ্ধির আহ্বান জানান তারা।
মহানগর ছাত্রলীগ নেতা শেখ ইয়াহইয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আমীর আলী, নূর উদ্দিন আহমদ, কাজী মাহবুব, এমদাদূল হক, মোজাহিদ আলি।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফয়ছল আহমদ, রিপন, আলমগীর, বাপ্পা, নাজীম, জামাল, সেবুল, আনোয়ার, রুবেল মুন্না, সোহেল, সামাদ, আলামীন, মাছুম, মইনুল, সুমন, রাসেল, লিটন, নাইম প্রমূখ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল দয়ামীর বাজার প্রদক্ষিণ করে।