জগন্নাথপুরের অধিকাংশ সড়কের করুণদশা : জনজীবনে চরম ভোগান্তি
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৬, ৫:৪৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার অধিকাংশ সড়কই বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ ৬ বছরের অধিক কাল থেকে সড়কগুলোতে কোনো সংস্কার বা পুনঃনির্মাণ কাজ না করায় সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কই খানাখন্দকে ভরা। এসব সড়কের পিচ ওঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যেন সড়কগুলো ভেঙে ছোট পুকুর ও খালে পরিণত হয়েছে। এ সড়কগুলো দেখলে এগুলো যে পাকা পিচ করা সড়ক ছিল তা বুঝাই যায় না। জনসাধারণের ভোগান্তি এখন চরম আকার ধারণ করেছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট রাস্তা ১৬৩টি। মোট রাস্তার দৈর্ঘ্য ৪৭৭ কিলোমিটার। বিসি ও আরসিসি ঢালাই করা রাস্তা ১৪৫ কিলোমিটার। এর মধ্যে জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কের জগন্নাথপুর-বিশ্বনাথ ১৩ কিলোমিটার জগন্নাথপুর-বেগমপুর-পাইলগাঁও ১৫ কিলোমিটার, জগন্নাথপুর-কেশবপুর-রসুলগঞ্জ-পনাউল্লা ১৫ কিলোমিটার, জগন্নাথপুর-ভবেরবাজার-সৈয়দপুর-গোয়ালা বাজার ১২ কিলোমিটার, জগন্নাথপুর-চিলাউড়া ৬ কিলোমিটার, জগন্নাথপুর-ইনাতগঞ্জ-হরিণাকান্দি-গোপালগঞ্জ ৫ কিলোমিটার। জগন্নাথপুর-হবিবপুর ৩ কিলোমিটার, জগন্নাথপুর-হবিবপুর (দক্ষিণপাড়া) ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার বা পুনঃনির্মাণ কাজ না হওয়ায় অধিকাংশ রাস্তারই করুণ দশা।
বিভাগীয় শহর সিলেটের সঙ্গে সংযুক্ত সড়ক জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট। জেলা শহর সুনামগঞ্জের সঙ্গে সংযুক্ত জগন্নাথপুর-পাগলা-সুনামগঞ্জ। রাজধানী শহর ঢাকার সঙ্গে সংযুক্ত জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি-ঢাকা মহাসড়কের অবস্থা খুবই করুণ। এসব সড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় প্রতিটি সড়কই ৬ বছরের অধিকাল আগে নির্মাণ করা হয়। দীর্ঘ ৬ বছরের মধ্যে একটি সড়কেও সংস্কার বা পুনঃনির্মাণ কাজ করা হয়নি। ফলে বেহাল সড়কে তখন প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। যানবাহনগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আবার অনেক যানবাহন বিকল হয়ে পড়েছে। এগুলো দেখার যেন কেউ নেই।
জগন্নাথপুর-বিশ্বনাথ-সিলেট সড়কে চলাচলকারী মিনিবাস ড্রাইভার জুবেল আহমদ সড়কগুলো করুণ চিত্রের বর্ণনা করে বলেন, ‘সড়কগুলোর যে বেহাল দশা এগুলো দেখার কি কেউ নেই? ৩ বছর পর পর তো এমনিতে সংস্কার কাজ হওয়ার কথা অথচ প্রায় অর্ধযুগ ধরে অধিকাংশ রাস্তারই কোনো কাজ হচ্ছে না। আমাদের সরকার ও নেতাদের একটু চোখ খুলে তাকানো উচিত।’
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কগুলোতে দীর্ঘ ৬ বছর ধরে কোনো ধরনের কাজ না হওয়ায় সড়কগুলোর পিচ ওঠে বেহাল দশা হয়েছে। সবগুলো সড়কই পুনঃনির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছি। কিন্তু কোনো সাড়া পাচ্ছি না।