কেমন আছে সৌদি প্রবাসী বাংলাদেশীরা !
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৮:১৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সৌদি আরবে হঠাৎ করেই কর্মহীন হয়ে পড়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু শ্রমিক। এদের মধ্যে সবচেয়ে করুণ দশা বাংলাদেশীদের। অনেক বাংলাদেশী না খেয়ে কিংবা একবেলা খেয়ে দিন কাটাচ্ছে বলে বৃহস্পতিবার বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে। মিজানুর রহমান নামে এক বাংলাদেশী শ্রমিক বিবিসিকে বলেন,
‘ আমি ১৮ বছর ধরে সৌদিতে কাজ করি। কিন্তু এখন আমা দিন কাটছে কোন রকমে একবেলা খেয়ে। তিন বেলার জায়গায় দিনের মধ্যে একবেলা খাই।’
বাংলাদেশের অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশই কাজ করে সৌদি আরবে। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত পড়তে থাকায় সৌদিতে বহু কোম্পানিতে কাজ বন্ধ হতে শুরু করেছে গত বছর থেকেই। সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা নির্মাণ খাতের। অনেক প্রতিষ্ঠানে শ্রমিকদের হঠাৎ করেই ছাঁটাই করা হয়েছে। অনেকে মাসের পর মাসে বেতন পাচ্ছেন না।
দূতাবাস কি পদক্ষেপ নিয়েছে সে প্রশ্নের উত্তরে মিজানুর রহমান অভিযোগ করে বলেন, দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তেমন কোন পদক্ষেপ চোখে পড়েনি। মিজানুর আরো জানান, আমাদের অনেকেরই আকামা নেই। আকামা ছাড়া গেটের বাইরে যাওয়া যায় না। গেটের বাইরে গেলেই পুলিশ আক্রমণ করে। একবার পুলিশ ধরলেই ২০ হাজার টাকা জরিমানা করে।