ইলিয়াস পত্নী লুনাকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৭:৫৬ পূর্বাহ্ণ
নিখোঁজ বিএনপির নেতা এম. ইলিয়াস আলী’র সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা নিবাচিত করায় অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন- বিএনপির নিবেদিতপ্রাণ সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী দলকে সুসংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। দেশ ও দেশের মানুষের কল্যাণে আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক এই নেতা সিলেট বিএনপিকে প্রতিষ্ঠিত করেছিলেন নিজ হাতেই। তার অবদানের স্বীকৃতি স্বরূপ তার অনুপস্থিতে সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে উপদেষ্টা মনোনীত করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন জ্ঞাপন কারীরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুর রাহমান, আসিকুর রহমান, আলাউদ্দিন, হুসান রাজা মেহদি, আহমদ আলি, আলাউর রহমান শান্ত, সদস্য সাইয়দ মুস্তাক, নজরুল ইসলাম, লইলুছ মিয়া, হারুনুর রশিদ, সুলতান সাজু, কবির খান, জুনেদ আহমদ।