বিকেলের সন্ধ্যাতারা
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০১৬, ৭:৩২ পূর্বাহ্ণ
তোর চাঁদ থই থই জ্যোৎস্না
আমার পিছলে যাচ্ছে দৃষ্টি
আমি একলা একলা বিহ্বল
আমার নামছে বুকে বৃষ্টি
তোর চুনি চুনি ঠোঁট রঙ
হাওয়া উড়িয়ে আনছে চুপ চাপ
আমার দেয়াল বাড়ি তোলপাড়
বুকে শিমুল ফুটছে টুপ টাপ
তোর স্নিগ্ধ স্নিগ্ধ দু’চোখ
আমায় হারিয়ে নিচ্ছে দূর দূর
আমার পুড়িয়ে দিচ্ছে ঘর দোর
আমি মদ মহুয়ায় চুর চুর
সবে হালকা হালকা সন্ধ্যে
বাড়ছে রাত্রি অল্প অল্প
তুই বুকের মধ্যে জ্বলছিস
আস্ত সন্ধ্যা তারার গল্প
ভিজছে রাস্তা আলোয় চুপচাপ
ভিজছে রক জানালায় দৃষ্টি
আমি একলা একলা বিহ্বল
আমার নামছে বুকে বৃষ্টি