পদক জিতেননি জিতেছেন কোটি মানুষের হৃদয়
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৫:২২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ নাম ডেরেক রেডমন্ড৷ সাবেক ব্রিটিশ অ্যাথলিট৷ ৪০০ মিটারে দৌড়াতেন তিনি৷ ১৯৯২ সালের অলিম্পিকে অংশ নিয়েছিলেন৷ তবে পদক পাননি৷ কিন্তু তাতে কী? কোটি মানুষের হৃদয় ঠিকই জিতেছিলেন৷ সেবার স্পেনের বার্সেলোনায় হয়েছিল অলিম্পিক৷ ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতার বাছাইপর্বে অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিলেন৷ এই প্রতিযোগিতায় কোনো একটি পদক পাওয়ার মতো যোগ্যতা ছিল তাঁর৷ কিন্তু চূড়ান্ত পর্যায় পর্যন্ত যাওয়াই হয়নি রেডমন্ডের৷ কারণ সেমিফাইনালে দৌড় শুরুর পর এক পর্যায়ে হ্যামস্ট্রিং ছিঁড়ে গেলে ট্র্যাকে পড়ে যান তিনি৷ সঙ্গে সঙ্গে চিকিৎসকরা এগিয়ে যান সাহায্য করতে৷ কিন্তু রেডমন্ড চেয়েছেন দৌ়ড় শেষ করতে৷ কারণ ‘কখনও হাল ছেড়না’ এই নীতিতে বিশ্বাসী তিনি৷ তাইতো কারও সহায়তা না নিয়ে উঠে দাঁড়িয়ে খুড়িয়ে খুড়িয়ে দৌড় শেষ করেন রেডমন্ড৷ তাঁর এই ‘স্পিরিট’ মন ছুঁয়ে যায় স্টেডিয়ামে থাকা দর্শকদের৷ উঠে দাঁড়িয়ে রেডমন্ডকে অভিনন্দন জানান তাঁরা৷ অলিম্পিক কর্তৃপক্ষও রেডমন্ডের এই দৌড়কে অলিম্পিকের ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে৷