শাল্লায় সংঘর্ষে নারীসহ আহত ২৫
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
শাল্লা (সুনামগঞ্জ) সংবাদদাতা :
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে পূর্ববিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ২০ জন আহত হয়েছেন।
রোববার দুপুর পৌনে ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনায় মারাত্মক আহতরা হলেন কাশিপুর গ্রামের আলী আজগর (৩৫), সেরাজুল ইসলাম (২৬), মাফিয়া বেগম(৪০) ও তফাজ্জুল হোসেন (২৯)। তাদের আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে । বাকিদের দিরাই ও শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,কাশিপুর গ্রামের মো. ফখরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের আলী আজগরের পূর্বরিবোধ চলছিল। এরই জের ধরে উভয়পক্ষের লোকজন আজ দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের মহিলাসহ ২৫ জন আহত হন।
এ ব্যাপারে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।