মরিনহোর ম্যানচেষ্টার অধ্যায় শুরু শিরোপা দিয়ে
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৬, ৭:৫৮ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ান লেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে কমিউনিটি শিল্ড কাপ জিতে নিয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। এর মধ্য মরিনহোর ম্যানচেষ্টার অধ্যায় ও শুরু হলো শিরোপা দিয়ে। দলের তরুন স্ট্রাইকার লিনগার্ড ৩২মিনিটে ও ইব্রাহিমোবিচ দলের পক্ষে ৮৩ মিনিটে গোল করেন। লেস্টারের একমাত্র সান্তনা সুচক গোলটি আসে ভারদির পা থেকে ৫৩ মিনিটে। ইংল্যান্ডের ওয়েম্বলী স্টেডিয়ামে ম্যাচটিতে মাঠে প্রায় ৮৫ হাজার দর্শক খেলা উপভোগ করেন। প্রিমিয়ার লীগ শুরুর আগে নিয়মিত এই কাপে মুখোমুখি হয় গত বছরের লীগ ও কাপ জয়ী দুটি দল। চমক দেখিয়ে প্রিমিয়ার লীগ জয়ী লেস্টার পুরো ম্যাচে কেমন যেন তাদের ছায়া হয়ে ছিল।