বিশ্ব রেকর্ড ফি তে পগবা ম্যানচেষ্টারে পগবা
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৬, ৭:৩২ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ বিশ্ব রেকর্ড ট্রান্সফার ফি তে ম্যানচেষ্টার ইউনাইটেডে নাম লেখালেন পল পগবা। আজ (রবিবার) ইংল্যান্ড সময় রাত ৮ টায় ইতালী থেকে প্রাইভেট জেটে সরাসরি ম্যানচেষ্টারে আসেন পগবা। বিশ্ব রেকর্ড চুক্তিতে সই করা সহ আনুষঙ্গিক কাজ সারতে ওল্ড ট্রাফোর্ডে পা রেখেছেন ফ্রান্স তারকা। পুর্বের রেকর্ড রিয়াল মাদ্রিদের গেরেথ বেলের ৮৫ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন পল পগবা। ২৩ বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে কাড়ি কাড়ি টাকা নিয়ে নামে ইউরোপের নামকরা ক্লাবগুলো। মরিনহো ক্লাবের দায়িত্ব নেওয়ার পর তার প্রথম টার্গেট ছিলো পগবাকে ক্লাবে ভেড়ানো। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে বিশ্ব রেকর্ড ফিতে জুভেন্টাস থেকে পগবা পাড়ি জমান তার ছোটবেলার প্রিয় ক্লাবে।