ওসমানীনগরে কিশোরী ধর্ষণের দায়ে শিবির নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০১৬, ১২:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে দয়ামীর ইউপি ছাত্রশিবিরের সভাপতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম সুয়েব আহমদ জাবেদ (২১)। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের খাইয়াখাইড় গ্রামের সাহেদ আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শিবির নেতা জাবেদ পাশের বাড়ির অষ্টম শ্রেণীর ছাত্রী (চাচাতো ভাইয়ের মেয়ে)কে গত কয়েক মাস ধরে প্রাইভেট পড়াতো। জাবেদের বাড়ি গিয়ে পড়ার সুবাদে জাবেদ ঐ স্কুল ছাত্রীকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। বিষয়টি স্কুল ছাত্রী তার পরিবারের সদস্যদের জানালে শনিবার সন্ধ্যায় জাবেদ কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলার ভিত্তিতে থানা পুলিশ জাবেদকে তাৎক্ষণিক তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
এদিকে গ্রেফতারের পর জাবেদের স্বীকারোক্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে জিহাদী বই, বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে আকা ছবিসহ নানা ধরণের রাষ্ট্র বিরোধী আলামত উদ্ধার করে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সুয়েবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক আরেকটি মামলা রুজু করা হয়েছে। রোববার দুপুরে গ্রেফতারকৃতকে সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।