দক্ষিণ সুরমা থেকে বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ৫:৪০ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক ব্যক্তির বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রিপন দাস জানান, শুক্রবার সকাল ৯ টার দিকে ঢালিমপুর-চান্দাই এলাকার রাস্তার পাশের একটি জঙ্গলে বস্তাবন্দি অবস্থায় লাশটি স্থানীয় লোকজন দেখতে পান।পরে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। এ সময় বস্তার মুখ খুলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় গলিত ও বিকৃত লাশটি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
লাশের শরীরে এক ধরণের পাউডার দেয়া ছিল। তিনি বলেন, হয়ত ৭/৮দিন পূর্বে দুর্র্বৃত্তরা হত্যা করে রাতের অন্ধকারে কৌশলে ঘটনাস্থলে লাশটি ফেলে যায়। গলিত ও বিকৃত হওয়ায় লাশটির পরিচয়ও সনাক্ত করা যাচ্ছে না। তবে বিষয়টির তদন্ত চলছে।