ওসমানীনগরের কমিউনিটি নেতার মৃত্যুতে আনোয়ারুজ্জামান চৌধুরীর শোক
প্রকাশিত হয়েছে : ০৬ আগস্ট ২০১৬, ১১:০১ পূর্বাহ্ণ
ওসমানীনগরের বুরুঙ্গা বাজার ইউপির হাজীপুর গ্রামে জন্মগ্রহণকারী ও লন্ডনের রেডব্রিজ এলাকার স্থায়ী বাসিন্দা সমাজসেবী আলহাজ্ব আব্দুল মুতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আলহাজ্ব আব্দুল মুতলিব (৮২) প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর সমিতি ও বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট’ র অন্যতম প্রতিষ্ঠাতা, যুক্তরাজ্যে বালাগঞ্জ কলেজ ডেভেলপমেন্ট’র সাবেক চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৭ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।