সুরমা নিউজঃ জিতেনি আর্জেন্টিনা ব্রাজিলের কেউই । অলিম্পিকে সোনা জয়ের মিশন ব্রাজিলের শুরু হয়েছে ড্র দিয়ে। অন্যদিকে পর্তুগালের কাছে তো আর্জেন্টিনা হেরেই গেলো ২-০ গোলে । এছাড়া, ফিজির বিপক্ষে ৮-০ গোলের বড় জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। জাপানকে ৫-৪ গোলে নাইজেরিয়া এবং আলজেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে হন্ডুরাস। এছাড়া, জার্মানির সাথে ২-২ গোলে গত আসরের স্বর্ণজয়ী মেক্সিকো, কলম্বিয়ার সাথে একই ব্যবধানে সুইডেন এবং ইরাকের সাথে গোলশূন্য ড্র করেছে ডেনমার্ক। চতুর্থবারের মতো অলিম্পিক ফুটবল খেলতে আসা পর্তুগালের মুখোমুখি ২ বারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা। পরিসংখ্যান আর্জিন্টিনার পক্ষে থাকলেও, হলো না জয়ের দেখা। গোল পেতে মরিয়া দু দলের কেউই একাধিক চেষ্টা করেও প্রথমার্ধে জালে বল জড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধেও শুরু থেকেই চলে আক্রমণ- পাল্টা আক্রমণ। শেষ পর্যন্ত ৬৬ মিনিটে প্যাসিনসিয়ার গোলে এগিয়ে যায় পর্তুগিজরা। গোল শোধের চেষ্টায় মরিয়া আর্জেন্টিনা আর গোলের দেখা তো পায়নি বরং ৮৪ মিনিটে গোলরক্ষকের ব্যর্থতায় বাড়ে ব্যবধান। জালে বল জড়ান পিতে। এদিকে, সর্বজয়ী ব্রাজিল ১০ জনের দক্ষিণ আফ্রিকার সাথেও জয়ের দেখা পায়নি । দ্বিতীয়বারের মতো অলিম্পিক ফুটবলে অংশ নেয়া দলটির জালে অসংখ্যবার বল জড়ানোর চেষ্টা করেও ব্যর্থ নেইমাররা। সোনা জয়ের লক্ষ্যে নেমে প্রথম ম্যাচেই ধাক্কা খেল ব্রাজিলিয়ানরা।