ব্রিটিশ ভিসা সেন্টার দিল্লী থেকে বাংলাদেশে আনার দাবিতে মতবিনিময় শনিবার
প্রকাশিত হয়েছে : ৫:৪১:০৭,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৬
ব্রিটিশ ভিসা কার্যক্রম নয়াদিল্লী থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বাংলাদেশ ওভারসীজ সেন্টার এ মতবিনিময় সভা আগামী শনিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন-জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড.এ. কে. আব্দুল মোমেন।
সভায় উপস্থিত থাকার জন্য প্রবাসীসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে। নয়াদিল্লিতে ভিসা আবেদন করে ভিসা না পাওয়া আবেদনকারীদেরও এ সভায় উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলামের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।