বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতির মৃত্যুতে যুক্তরাজ্য আ”লীগের শোক
প্রকাশিত হয়েছে : ৪:১৭:৩৩,অপরাহ্ন ০২ আগস্ট ২০১৬
লন্ডন অফিসঃ বালাগঞ্জ উপজেলা ছাএলীগের সাবেক সভাপতি, তাজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেনিজিং কমিটির সভাপতি,তাজপুর ইউনিয়নের বরায়া কাজির গাঁও নিবাসী জনাব কাজী ইকবাল আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন যুক্তরাজ্য আওয়ামীলিগ যুবলীগের নেতৃবৃন্ধ। এক শোক বার্তায় তারা বলেন, কাজী ইকবাল ছিলেন একজন স্বদালাপী ও বন্ধুপ্রিয় মানুষ। তার মৃত্যুতে আমরা হারিয়েছি একজন কর্মঠ রাজনীতিবীদকে। আমরা তাহার অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত । মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাহার শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। শোক প্রকাশকারীরা হলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী যুগ্ন সম্পাদক যুক্তরাজ্য আওয়ামীলীগ। ফখরুল ইসলাম মধু সভাপতি যুক্তরাজ্য যুবলীগ,ফয়ছল আহমদ সুমন সাধারন সম্পাদক লন্ডন মহানগর যুবলীগ, সাইফুল ইসলাম মহসিন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ।