অলিম্পিকে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময়সূচী
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৬:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ :
আগামী ৫ আগস্ট রিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হলেও তার আগেরদিন থেকে শুরু হবে ফুটবল ইভেন্ট। ‘এ’ গ্রুপের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত একটায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নেইমারের ব্রাজিল। একইদিন ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় রাত তিনটায় পর্তুগালের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
অলিম্পিকে ব্রাজিল এখনও পর্যন্ত স্বর্ণ জিততে পারেনি। তবে, আর্জেন্টিনা দুইবার জিতেছে। ২০০৪ ও ২০০৮ সালের আসরে পরপর দুইবার স্বর্ণ জিতে আর্জেন্টাইনরা। ব্রাজিল স্বর্ণ জিততে না পারলেও তিনবার ফাইনাল খেলেছে।
এবার ‘এ’ গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে ইরাক, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকা। আর ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে হন্ডুরাস, আলজেরিয়া ও পর্তুগাল। চারটি গ্রুপে মোট অংশ নিচ্ছে ১৬টি দল।
গ্রুপ পর্বে ব্রাজিল ফিকশ্চার:
তারিখ ম্যাচ সময়
৪ আগস্ট, ২০১৬ ব্রাজিল-দ. আফ্রিকা রাত একটা
৮ আগস্ট, ২০১৬ ব্রাজিল-ইরাক সকাল সাতটা
১১ আগস্ট, ২০১৬ ব্রাজিল-ডেনমার্ক সকাল সাতটা
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ফিকশ্চার
তারিখ ম্যাচ সময়
৪ আগস্ট, ২০১৬ আর্জেন্টিনা-পর্তুগাল রাত তিনটা
৭ আগস্ট, ২০১৬ আর্জেন্টিনা-আলজেরিয়া রাত তিনটা
১০ আগস্ট, ২০১৬ আর্জেন্টিনা-হন্ডুরাস রাত দশটা