ওসমানীনগরে জঙ্গি বিরোধী মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৫:৪৮:২৪,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল সোমবার দুপুরে এ মানববন্ধন করে উপজেলার চাতলপাড় ইসলামীয়া দাখিল মাদ্রাসা, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়, রহমতপুর উচ্চ বিদ্যালয়। কয়েক শতাধিক ছাত্র-ছাত্রীসহ মানববন্ধনে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবির উদ্দিন, মাদ্রাসা সুপার আব্দুল হাই, শিক্ষক নজরুল ইসলাম, নুরুল ইসলাম, নিখিল চন্দ্র দাস, সঞ্জয় সূত্রধর, সামছুজ্জামান, মোফাজ্জল হোসেন, কলি রানী ধর, রুবেনা ইয়াছমিন, আশিকুর রহমান, মফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইদ উদ্দিন, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কমিটির সহ-সভাপতি আরজু মিয়া, সমাজ সেবী নুরশেদ আহমদ, সাইদ উদ্দিন সাজু, সুমন আহমদ, বাহার মিয়া, সাজু মিয়া প্রমুখ।