জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্বনাথ রামসুন্দর অগ্রগামী মডেল বিদ্যালয়ের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৫:৪৪ অপরাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি:
‘জঙ্গিবাদ’ প্রতিরোধে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামসুন্দর অগ্রগামী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সোমবার সকালে উপজেলা সদরের বাসিয়া সেতুর ওপর মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটির সদস্য শাহাব উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষক মোহসিন, আবদুল্লাহ আল মামুন, আবদুল মোত্তালেব, নন্দ রানী দাস, নজমুল ইসলাম, হুমায়ন কবীর, আবদুর রহিম, বিশ্বজিৎ দে, হাসানুজ্জামান চৌধুরী, আবদুল হাফিজ, আবদুল লতিফ, ফয়জুল ইসলাম, শিরিন আক্তার, ছাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, জির রহমান, তাপসী রাবেয়া, সাইফুল ইসলাম, সামছুল হুদা, আজিজুর রহমান ভূঞা, এ কে.এম মনোয়ার হোসেন, আবদুল মালিক, শারমিন আক্তার সুমি। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নিজেদের স্বার্থ-সিদ্ধির জন্য আমাদের দেশের এক শ্রেণির মানুষ ইসলামের নাম ব্যবহার করে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিষ্ঠার পায়তার করছে। বাংলার সর্বস্থরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ তৈরী করে জঙ্গিবাদের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।