জঙ্গিবাদ প্রতিরোধে বিশ্বনাথে র্যালী-সভা
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ৫:৩৮ অপরাহ্ণ
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের প্রতিরোধে সিলেটের বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে সোমবার সকালে র্যালী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গন থেকে র্যালীটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে প্রতিবাদ সভায় মিলিতি হন।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছার সভাপতিত্বে এবং শিক্ষক বিকাশ চন্দ্র সরকার ও খন্দকার ফিরুজ আহমদ’র যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য দেন সহকারী প্রধান শিক্ষক খায়রুল আলম ফকির, শিক্ষক মৌলানা তৈয়বুর রহমান, গীতা রাণী সরকার, আবদুল হান্নান ইউজেটিক্স, নীলিমা সুলতানা, রাবিয়া বেগম, ফাতেমা বেগম, শেফালী বেগম, রুহুল আমীন, সিরাজুল ইসলাম, সায়েক আহমদ, সুমা রাণী সাহা।
সভায় বক্তারা বলেন, ইসলামের নাম ব্যবহার করে যারা জঙ্গিবাদের পথ বেছে নিয়েছে ও যারা সেই জঙ্গিদের মদদ দিচ্ছে তারা দেশ ও জাতির শত্র“। দেশের শান্তিপ্রিয় সর্বস্থরের জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে সেই শক্রদের প্রতিরোধ করতে হবে। ধ্বংশ করে দিতে হবে সেই শত্র“দের সকল ষড়যন্ত্র। এজন্য প্রত্যেক পিতা-মাতাকে সচেতন হয়ে উঠতে হবে।