ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় সেচ্ছাসেবক লীগ নেতা আহত
প্রকাশিত হয়েছে : ৫:২৫:২৬,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। আহত সুহেল মিয়া (৩৫) উপজেলার বুরুঙ্গা ইউপির নিজ বুরঙ্গা গ্রামের আছকির মিয়া ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। গুরুতর আহত সুহেলকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতদের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাত নয়টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার চৌমুহনীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুহেল মিয়ার উপর হামলা চালায় নিজ বুরুঙ্গা গ্রামের চিহ্নিত একটি বাহিনী। তারা সুহেলকে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুহেলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত সুহেলের চাচাতো ভাই রুহেল মিয়া বলেন, মঈনুল ও নজরুল অর্তকিত ভাবে আমার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের পক্ষ থেকে মামলা দেয়া হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।