১৮ আগস্ট এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:৩৪,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ :
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৮ আগস্ট বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন প্রত্যেক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পাবলিক পরীক্ষার ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়ার একটি রেওয়াজ আছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছি। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক চিঠিতে ১৮ আগস্ট ফল প্রকাশের তারিখ চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
এ বছরের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা ৩ এপ্রিল শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।