বিশ্বনাথে সিংগেরকাছ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:৫৭,অপরাহ্ন ০১ আগস্ট ২০১৬
সুরমা নিউজ :
জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধের লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ পাবলিক বহুমূখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে সোমবার এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধনে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা রাস্তার দু’পাশে দাড়িয়ে জঙ্গীবাদ বিরোধি বিভিন্ন স্লোগান দেয় এবং প্লে কার্ড প্রদর্শন করে। পরে বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও অভিভাবক সদস্যরা দেশের চলমান অবস্থা নিয়ে ছাত্র-ছাত্রীদেরকে বিভিন্ন উপদেশ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইকবাল হোসেন, শিক্ষক সুখরঞ্জন সরকার, মোতাহার হোসেন, লিলি বেগম, মাওলান রুহুল আমিন, কলেজের অধ্যাপক আখতারুজ্জামান, আনাসুল ইসলাম, হোসাইন মোঃ এরশাদ, আব্দুল আহাদ, কৌশিক রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আবারক আলী, অভিভাবক সদস্য আবারক আলী, ইক্বরা মডেল একাডেমীর সহ পরিচালক মোঃ নিজাম উদ্দিন প্রমুখ।