বিশ্বনাথে স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীদের র্যালি
প্রকাশিত হয়েছে : ০১ আগস্ট ২০১৬, ১১:৩২ পূর্বাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :
‘জঙ্গি ও সন্ত্রাসবাদের প্রতিরোধে’ সিলেটের বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সোমবার সকালে র্যালি, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিশ্বনাথ-রামপাশা সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে এসে শেষ হয়। এরপর একই স্থানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানীর সভাপতিত্বে ও স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম, ডাক্তার ইকবাল আহমদ চৌধুরী, ডাক্তার সালমা আক্তার, ডাক্তার ইয়াসিন আরাফাত, ডাক্তার কাজী মাঈনুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সেলিনা খানম, সুজাতা রাণী দেব, আবদুল জলিল, আলী আহমদ, শফিকুল ইসলাম, বিজন কুমার, মুহিবুর রহমান প্রমুখ’সহ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী।
সভায় বক্তারা বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দেশের মানুষ ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ’ পছন্দ করেন না। জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও তাদের মদদদাতাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। তবে স্বপ্নের সোনার বাংলা হবে জঙ্গিবাদ মুক্ত।