ওসমানীনগরে কলেজ ছাত্র ছুরিকাঘাতের ঘটনায় ১১ জনকে আসামী করে মামলা
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ৭:২০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
সিলেটের ওসমানীনগরে কলেজ ছাত্র আলমগীরকে ছুরিকাঘাতের ঘটনায় ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। আলমগীরের মা আনোয়ারা বেগম বাদী হয়ে রোববার (মামলা নং-০১) দায়ের করেছেন। মামলায় উপজেলার গোয়ালাবাজার ইউপির তেরহাতী গ্রামের নোয়াজ উল্লার ছেলে আলম মিয়া কে প্রধান আসামী দিয়ে ১১ জনকে আসামী করা হয়।
ঘটনার দুই দিনের ও অধিক সময় পেরিয়ে গেলেও ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি ওসমানীনগর থানা পুলিশ। এ দিকে রোববার সকালে ঢাকা বক্ষব্যধি হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আলমগীরের শরীরে বড় ধরনের সফল অস্ত্রপোচার করা হয়েছে বলে জানিয়েছেন তার চাচাতো ভাই রাহিম আহমদ।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার রাত আটটার দিকে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার গোয়ালাবাজার যাত্রী ছাউনীর পাশে ১০/১৫ জন দুর্বত্ত আলমগীরকে ছুরিকাঘাত করে। মুমুর্ষ অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই আলমগীরকে ঢাকা বক্ষব্যধি হাসপাতালে স্থানান্তর করা হয়।