জকিগঞ্জ সরকারী কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আহত ১০
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ২:৫৫ অপরাহ্ণ
জকিগঞ্জ প্রতিনিধি :
সিলেটের জকিগঞ্জ সরকারী কলেজে রবিবার দুপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনার জকিগঞ্জ কলেজসহ পৌর শহরে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জকিগঞ্জ পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম সমর্থিত ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষে আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ, ছাত্রলীগ নেতা ওমর ফারুক, আনোয়ার হোসেন, রিপন আহমদ, সাদেক আহমদ, মনির মাছুম, মুসলিম হোসেন, নাহিদ আহমদসহ অন্তত ১০ জন আহত হন। কলেজে সংঘর্ষ এড়াতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মলিকা দে চারদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেছেন। এদিকে সালাম গ্র“পের নেতাকর্মীরা পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছে।
পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম জানান, ফারুক গ্র“পের এক নেতা ফেসবুকে জকিগঞ্জ সরকারী কলেজের এক শিক্ষককে জামায়াত-শিবির অনুসারী বলে মন্তব্য করেন।
উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ জানান, দেশে জঙ্গি হামলার পর থেকে জকিগঞ্জ সরকারি কলেজে ছাত্রলীগ নেতাকর্মীরা জঙ্গি বিরোধী মিছিল করতে চেয়েছিল। কিন্তু কলেজ শিক্ষক এহসানুল হক তাদের বাধা দিয়ে আসছিলেন। রবিবার ছাত্রলীগ নেতাকর্মীরা কলেজে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মিছিল শুরু করলে যুবলীগ নেতা সালাম অনুসারীরা হামলা চালালে সংঘর্ষ বাধে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মলিকা দে জানান, কলেজে অপৃতিকর ঘটনা এড়াতে সোমবার থেকে আগামী চারদিন জকিগঞ্জ সরকারী কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষ এড়াতে এমন সিন্ধান্ত নেয়া হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান জানান, উভয় গ্রুপই বাড়াবাড়ি করায় এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।