বিশ্বনাথে উৎকোচ নিয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ !
প্রকাশিত হয়েছে : ৩১ জুলাই ২০১৬, ৭:১০ পূর্বাহ্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে শিক্ষা প্রতিষ্ঠানে উৎকোচ নিয়ে লাইব্রেরিয়ান পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা সদরের জাগরণ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন খোদ পরিচালনা কমিটিরই এক সদস্য।
নাম প্রকাশ না করার শর্তে ওই সদস্য জানান, সম্প্রতি জাগরণ উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষায় উৎকোচ দেয়া প্রার্থী মাত্র তিন মার্ক পেয়ে অকৃতকার্য হওয়ায় পরীক্ষা স্থগিত করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তিন মাস পর ফের পরীক্ষার আয়োজন করা হয়। উক্ত পরীক্ষার পর প্রথমবারের পরীক্ষায় অকৃতকার্য প্রার্থীকে ডেকে এনে নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মাস্টার তজমুল আলী ও প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম।
এ বিষয়ে কথা হলে প্রধান শিক্ষক ফারুক আহমদ রহিম অভিযোগটি মিথ্যা ও বানোয়াট দাবী করে বলেন, নিয়োগপ্রাপ্ত প্রার্থী পূর্বের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলেও এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। নিয়মতান্ত্রিকভাবেই তাকে নিয়োগ দেয়া হয়েছে। একই বক্তব্য প্রদান করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তজমুল আলীও।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেয়মান হোসেইন বলেন, পরীক্ষাচলাকালিন সময়ে পূর্বে অকৃতকার্য প্রার্থীর অংশ নেয়ার বিষয়টি আমার নজরে আসেনি। তবে, পূর্বের পরীক্ষায় অকৃতকার্য কোনো প্রার্থী যে ফের পরীক্ষায় অংশ নিতে পারবে না-এমন কোনো বাধ্যবাধকতা নেই।