লন্ডনে ইউরোপের সর্ববৃহত উৎসব বৈশাখী মেলা আজ
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ১১:২৪ অপরাহ্ণ
আজ রবিবার লন্ডনের বাংলা টাউনে আবারো অনুষ্টিত হতে যাচ্ছে ইউরোপের সর্ববৃহত উৎসব বৈশাখী মেলা । ইষ্ট লন্ডনের মেয়র জন বিগস সংবাদ সম্মেলন করে মেলায় অংশগ্রহন করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন। গত সোমবার মেয়র তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই আহবান জানান। তিনি বলেন,নানা কারনে এবার আমরা স্বল্প সময়ের জন্য মেলা আয়োজন করতে যাচ্ছি। রমজান এবং অন্যান্য কারনে এবার বৈশাখী মেলা নির্ধারিত সময়ে আয়োজন করা হয়নি। এবারের মেলাকে পরিবার বান্ধব করার সকল উদ্যেগ নেওয়া হয়েছে। এজন্য মেলায় থাকবে বিশেষ ফ্যামিলি জোন। এতে শিশুদের বিনোদনের পাশাপাশি তাদেরকে বাঙ্গালী সংস্কৃতির বিভিন্ন বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। মেহেদি, ফেইস পেইন্টিং আলপনা ইত্যাদি থাকবে সেখানে। এছাড়াও থাকবে আর্টস ও স্পোর্টস জোন। মেয়র জানান ব্রিকলেনের বাংলা টাউনের বাক্সটন স্ট্রিট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলা শুরু হবে বেলা ১১ টায়। টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এতে অংশ নেবে। বিভিন্ন স্ট্রিট পদক্ষিন শেষে শোভাযাত্রা মিশবে মুল মঞ্চে। সেখানে পরিবেশ্ন করা হবে নৃত্য, সঙ্গীত, ফ্যাশন শো। ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির পরিচিত শিল্পি ও বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এল আর বির আইয়ুব বাচ্চু, এবং হাবিব ওয়াহিদ অংশ নেবেন। টাওয়ার হ্যামলেটসে কাউন্সিল ও কমিউনিটি সংগঠন গুলোর উদ্যেগে ব্যাপক আকারে বৈশাখী মেলা আয়োজনের দুই দশক পুর্তি হয়েছে। এর সুনাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এটি এখন শুধু বাংলাদেশী বা টাওয়ার হ্যামলেটসের মেলা নয় পুরো লন্ডনের বড় উৎসবে পরিনত হয়েছে। এবারের মেলা সফল করতে কাউন্সিল সকল ব্যাবস্থা নিয়েছে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও নিরাপত্তার স্বার্থে পুলিশ ও এনফোর্স্মেন্ট অফিসার নিয়োগ থাকবে বলে কাউন্সিল জানায়।