সেল্টিককে ৩-১ গোলে হারিয়ে মৌসুম শুরু বার্সার
প্রকাশিত হয়েছে : ৭:৪১:০৪,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৬
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ান কাপে শুভসুচনা করেছে বার্সা। স্কটিশ চ্যাম্পিয়ান সেল্টিককে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে মৌসুম শুরু করেছে স্পেনিশ চ্যাম্পিয়ানরা। তুরান, মুনির আল হাদ্দাদি একটি করে গোল করেন। অপর গোলটি সেল্টিকের এমব্রোসের আত্মঘাতি। আভিভা স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচের ১১ মিনিটেই তুর্কির আরদা তুরান চমৎকার গোলে এগিয়ে রাখেন দলকে। ২৯ মিনিটে বার্সার ডিফেন্ডার মার্টিনেজের ভুলে সেল্টিকের গ্রিফিত সমতা সুচক গোলটি করেন। তার দুই মিনিট পরই বার্সেলোনার একটি কাউন্টার আট্যাক থেকে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন সেল্টিকের এমব্রোস। বিরতির ৪ মিনিট আগে আবারো একটি আক্রমন থেকে সুয়ারেজের বাড়ানো বল থেকে মুনির আল হাদ্দাদি দলের পক্ষে ৩য় গোলটি করেন। বিরতির পর দু দলই গোলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করেও কেউ সফল হয়নি। মেসি সুয়ারেজ ম্যাচে খেললেও গোল পাননি তাদের কেউই। পুরো ম্যাচে তাদের মতো খেলতে পারেননি। বিরতির পর অবশ্য তাদের উঠিয়ে নেন বার্সা কোচ লুইস এনরিকে।