স্বপ্ন ভঙ্গ সিলেটের ফুটবলার তকলিসের
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ৪:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের তরুণ ফুটবলার তকলিস আহমদ। জাতীয় দলের এই স্ট্রাইকার ঘরোয়া ফুটবলে খেলছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। চলছে বাংলাদেশ ফুটবলের সাড়া জাগানো ঘরোয়া ফুটবলের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল বিপিএল)। কিন্তু চট্টগ্রাম আবাহনীর স্ট্রাইকার তকলিস মাঠে নেই।
মাঠে ফুটবল লড়াইয়ে নামার বদলে তাকে লড়াই করতে হচ্ছে ইনজুরির সাথে। ফুটবল বিপিএল খেলার স্বপ্ন ছিলো তা হলো না। জাতীয় দলের হয়ে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচেও খেলা হবে না।
ইনজুরিতে পড়েই তার এসব স্বপ্ন ভঙ্গ হলো। কিছু দিন পড়েই ফুটবল বিপিএলে শুরু হবে সিলেট পর্ব। ঘরের মাঠে খেলবে নিজের দল আর তা মাঠের বাইরে বসেই দেখতে হবে এই স্ট্রাইকারকে। এটা যে কতটা অসহ্যকর তার কথায়ই কেবল মাত্র বুঝা গেলো।
পায়ের ইনজুরির জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ফুটবলারকে। তার পায়ের লিগারমেন্ট ছিড়ে গেছে। ভারতীয় চিকিৎসক ডা. নন্দন কুমারের অধীনে গত ৬ জুন ঢাকার এপেলো হাসপাতালে অপারেশন করিয়েছেন। এখনো রয়েছেন বিশ্রামে। মাঠে ফিরতে আরো দেড়-দুই মাস সময় লেগে যেতে পারে।
ফুটবলের বাইরে থাকায় ভীষণ কষ্ট হচ্ছে জানিয়ে তকলিস বলেন, এখানে আমার কিছুই করার নেই। ইনজুরির জন্য দলের বাইরে থাকতে হচ্ছে। স্বপ্ন ছিলো ঘরের মাঠে খেলবো, তা আর হল না। এখন টিভিতেই খেলা দেখছি, দলকে সমর্থন করছি।
তকলিস বর্তমানে সিলেটেই আছেন। সিলেটে থাকলেও মন পড়ে থাকে মাঠে। টিভিতেই দেখছেন প্রিয় দলের খেলা সহ বিপিএল ফুটবলের খেলাগুলো। আগামি সপ্তাহে দলের সাথে যোগ দিতে পারেন তিনি।
তিনি সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন গত বছরের ১২ নভেম্বর। বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানের বিপক্ষে তিনি জাতীয় দলের জার্সিগায়ে সর্বশেষ ম্যাচ খেলে ছিলেন।
তবে ইনজুরি কাটিয়ে আবারো ফিরতে চান মাঠে। খেলতে চান জাতীয় দলের হয়ে।
তবে তার আগে আবারো ঘরোয়া ফুটবলে তার নিজেকে প্রমাণ করতে হবে। আর সেই সুযোগটা কাজে লাগাতে চান ফুটবল বিপিএলের পরবর্তী আসর শেখ কামাল আর্ন্তজাতিক গোল্ডকাপ টুর্ণামেন্টে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের পরপরই শেখ কামাল আর্ন্তজাতিক গোল্ডকাপ ফুটবল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ইনজুরি কাটিয়ে সেখানেই পুরনো রূপে ফিরতে চান সিলেটের তরুণ এই ফুটবলার।