সিলেটের আকতার হোসেন সারাদেশে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ১:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের বি.এ. অনার্স (রাষ্ট্রবিজ্ঞান) ফাইনাল পরীক্ষায় সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন জকিগঞ্জের আকতার হোসেন। সিলেট এম.সি কলেজ থেকে তিনি এ পরীক্ষায় অংশ নিয়ে দেশের ১১১টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর লাভ করেন। তার প্রাপ্ত সিজিপিএ ৩.৪৯।
কৃতী ছাত্র আকতার হোসেন জকিগঞ্জ উপজেলার উত্তর কসকনকপুর গ্রামের মো. খলিলুর রহমানের পুত্র। তিনি হাফিজ মজুমদার বিদ্যানিকেতন থেকে এসএসসি ও ইছামতি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এমসি কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স বিভাগে ভর্তি হন। ভবিষ্যতে আরো ভালো ফলাফলের লক্ষ্যে তিনি সকলের দোয়া প্রার্থী।