শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া জয়
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৬, ১০:১২ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ অস্ট্রেলিয়াকে ১০৬ রানে হারিয়ে দিয়েছে সিংহলিজরা । ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়াকে তাদের মাঠে টেস্টে হারানো চাট্রি খানি কথা নয়। টেস্টে অপরাজেয় ক্যাঙ্গারুদের তরুন শ্রীলংকানরা হারিয়ে দিলো অনায়াসেই। সাঙ্গাকারা, জয়াবর্ধনে যুগের অবসানের পর লঙ্কানদের অবস্থা ছিলো যাচ্ছেতাই। কোন বৈশ্বিক টুর্নামেন্টে তাদের সাফলতা ছিলনা। তার উপর ছিল ছোট দলগুলোর কাছে নিয়মিত হোচট খাওয়া। সর্বশেষ সিরিজে ইংলিশদের কাছে নাস্তানাবুদ হওয়া শ্রীলঙ্কানরা ছিল আরো একটি ধবল্ধোলাইয়ের মুখোমুখি। কিন্তু সকল আশংকাকে উড়িয়ে দিয়েছে তারা মাঠের পারফরমেন্সে। কুশাল মেন্ডিস নামক এক তরুন তুর্কীর অসাধারন ইনিংস ও মুরালী যুগের পর স্পিনে শ্রীলঙ্কার নেতৃত্ব দেওয়া রঙ্গনা হেরাথেই কুপোকাত হয়েছে সর্বজয়ী অসীরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ইনিংস থামে মাত্র ১১৭ রানে। সিলভা করেন দলীয় সর্বোচ্চ ২৪ রান। হেজেলউর্ড ও লায়ন ৩ টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া থেমে যায় ২০৩ রানে। ২য় ইনিংসে কুশাল মেন্ডিসের অসাধারন এক ইনিংস শ্রীলঙ্কাকে দেয় বড় লিড। ২৬৮ রানের জবাব দিতে নেমে হেরাথের ঘুর্নীতে অসীরা ১৬১ রানেই মুখ থুবরে পরে। ১০৬ রানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে লংকানরা। দুই ইনিংস মিলে হেরাথের সংগ্রহ ৯ উইকেট। তবে ১৭৬ রানের এক ইনিংস খেলেই ম্যাচ সেরা হন মেন্ডিস।