ওসমানীনগরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ৯:০২:০৪,অপরাহ্ন ৩০ জুলাই ২০১৬
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়েছে। তার নাম আলমগীর হোসেন (১৯)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার গোয়ালাবাজারে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত আলমগীর হোসেন বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের মোহাম্মদশাল গ্রামের আব্দুল আহাদের পুত্র ও তাজপুর ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।
একাধিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার দিকে গোয়ালাবাজারস্থ যাত্রী ছাউনীর সামনে পূর্ব শত্রুতার জের ধরে ১০/১৫ জন স্থানীয় যুবক আলমগীর ও তার সাথে আসা আরো দুজনের উপর অর্তকিতে হামলা চালায়। এ সময় দুর্বত্তরা আলমগীরকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আশংকাজনক অবস্থায় আলমগীরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে আলমগীরের অবস্থার আরো অবনতি ঘটলে শনিবার সকালে তাকে ঢাকার বক্ষ ব্যাধি হাসপাতালে প্রেরণ করেন তার স্বজনরা।
এ ব্যাপারে ওসমানীনগর থানার এস.আই রমা প্রসাদ চক্রবর্তী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছুরিকাঘাতে আহত একজনকে স্থানীয়রা সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেছেন। গোয়ায়ালাবাজার এলাকার কয়েকজন ঘটনাটি ঘটিয়েছে বলে জেনেছি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।