শেরপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৩৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার (ওসমানীনগর উপজেলার সীমান্তবর্তী) শেরপুরে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফাঁড়ি পুলিশ। উক্ত মাদক ব্যবসায়ী নাছির নগর থানার নওয়াগাঁও গ্রামের মৃত হোছলুম উল্লার পুত্র মুজিবর মিয়া চুল্লা (৪৫)। সে দীর্ঘদিন থেকে শেরপুরের মৌলভীবাজার সড়কের একটি কলোনিতে বসবাস করে আসছে।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আবু সাঈদের নেতৃত্বে একদল পুলিশ কলোনিতে অভিযান চালায়। এ সময় চুল্লার ঘর থেকে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। শুক্রবার রাতেই আটক মাদক ব্যবসায়ীকে মৌলভীবাজার মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবু সাঈদ আটকের সত্যতা স্বীকার করে বলেন, চুল্লা কয়েক মাস পূর্বে মাদকসহ ধরা পড়লেও পরবর্তীতে জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।