তারেক রহমানের বিরুদ্ধে রায়ের নিন্দা জানিয়েছেন জালালী পংকী
প্রকাশিত হয়েছে : ৪:৪৬:১৯,অপরাহ্ন ২৯ জুলাই ২০১৬
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে খালাস পাওয়া মামলায় ৭ বছরের সাজা ও অর্থদণ্ড দেওয়ার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকী।
গনমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দূর্বল করা এবং জিয়া পরিবারকে ধ্বংস করার যে চক্রান্ত চলছে, তারেক রহমানের মামলার রায় তাই স্পষ্ট হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান পরিছন্ন রাজনীতি করেন বলে সরকার তাকে ভয় পায়। তাই তারেক রহমান যাতে রাজনীতিতে আসতে না পারে সেজন্যই তার নামে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। তারেক রহমান যেদিন ঢাকার মাটিতে পা দিবেন সেদিন লাখ লাখ মানুষের ঢল নামবে। সেদিনই এদেশ থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। নিম্ন আদালতে তারেক রহমানের খালাস পাওয়াটা সরকারের সহ্য হয়নি। তাই তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে সেটাকে আপিল করে তাদের ইচ্ছাপূরণের জন্য। তাদের প্রতিহিংসা বাস্তবায়নের জন্য এ কর্মকান্ড করেছে। এটা অত্যন্ত গভীর চক্রান্ত। সরকারের এই হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভোটারবিহীন এই সরকারের সাথে ৭০ ভাগ জনগণ নেই। তাই ভীত হয়ে নির্লজ্জ, মিথ্যাভাবে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায় দিয়েছে। আমাদের এর বিরুদ্ধে নির্ভয়ে প্রতিরোধ গড়ে তুলতে হব। দূর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ্য সরকারের পতন ঘটাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি